ঢাকা: ফিফা ওয়ার্ল্ড র্যাংকিংয়ে হারানো অবস্থান পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে আলবিসেলেস্তেদের সাম্প্রতিক পারফরম্যান্সে দীর্ঘ পাঁচ মাসের শীর্ষস্থান হারিয়েছে বেলজিয়াম।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) এপ্রিল এডিশনের ফিফা/কোকা-কোলা ফুটবল ওয়ার্ল্ড র্যাংকিং প্রকাশিত হয়। যেখানে ১৫৩২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। এর আগে গত নভেম্বরে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের হটিয়ে প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর দলের তকমা পায় বেলজিয়ানরা।
দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে চিলি। নিজেদের ফুটবল ইতিহাসে চিলিয়ানদের এটিই সর্বোচ্চ অবস্থান। বেলজিয়ামের (১৩৫২) সঙ্গে তাদের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৪। চার ধাপ এগিয়ে চতুর্থ স্থানে জেমস রদ্রিগেজের কলম্বিয়া। অন্যদিকে, শীর্ষ দশে জায়গা করে নিয়েছে দক্ষিণ অঞ্চলের আরেক পরাশক্তি উরুগুয়ে (+২)।
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এক ধাপ অবনমনে পঞ্চম স্থানে নেমে গেছে। তিন ধাপ পিছিয়ে ছয়ে স্পেন। ব্রাজিল, পর্তুগাল ও ইংল্যান্ডের অবস্থানেও অবনতি লক্ষণীয়। এক ধাপ করে পিছিয়ে তারা যথাক্রমে সাত, আট ও দশ নম্বরে অবস্থান করছে। শীর্ষ দশের বাইরে চলে গেছে অস্ট্রিয়া (-১)।
তিন ধাপ এগিয়ে ২১তম স্থানে ২০১৬ ইউরোর আয়োজক ফ্রান্স। অপরদিকে, ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার চার ধাপ অবনমন হয়েছে। অবস্থান ২৭। এছাড়া অন্যান্য পরাশক্তি দলগুলোর মধ্যে ইতালি (-১, ১৫তম), নেদারল্যান্ডস (-২, ১৭), ক্রোয়েশিয়া (-৫, ২৩), ওয়েলস (-৭, ২৪), কোস্টারিকা (+৮, ২৫), পোল্যান্ড (+৪, ২৭) ও জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন দুই পিছিয়ে ৩৬তম স্থানে নেমে গেছে।
এবারের ফিফা র্যাংকিংয়ে মোট ১৭১টি ম্যাচ বিবেচনায় আনা হয়েছে। এর মধ্যে বিশ্বকাপ বাছাইয়ে ৫১, কন্টিনেন্টাল কোয়ালিফায়ার্সে ৬০ ও বাকি ৬০টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আগামী ৫ মে পরবর্তী র্যাংকিং প্রকাশিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৬
এমআরএম