ঢাকা: প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে শিরোপা জিতে মাঠ ছাড়লেন জ্লাতান ইব্রাহিমোভিচ। অলিম্পিক মার্শেইর বিপক্ষে ইব্রার জোড়া গোলে ৪-২ ব্যবধানে জয় পায় লরা ব্লার শিষ্যরা।
শনিবার রাতে প্যারিসের স্তাদের ডি ফ্রান্সের ফাইনালে ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও মার্শেই। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম হয়ে খেলতে থাকে দু’দল। ফলে খেলার মাত্র তিন মিনিটেই লিড নেয় পিএসজি। ব্লাইসে মাতুইদির গোলে এগিয়ে যায় দলটি।
তবে খেলার ১২ মিনিটেই ফিরে আসে মার্শেই। ফ্লোরিয়ান থাউভিনের গোলে সমতায় ফেরে দলটি। খেলার ৪৭ মিনিটে ইব্রা ও ১০ মিনিট পর এডিনসন কাভানি গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
আর ৮২ মিনিটে ইব্রা নিজের জোড়া গোল পূর্ণ করেন। পাঁচ মিনিট পর বাতসাহুয়াই মার্শেইর হয়ে আরও একটি গোল করলেও তা শুধুমাত্র ব্যবধান কমায়।
খেলার বাকি সময় আর গোল গোল না হলে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লার শিষ্যরা। আর এ লিগ ওয়ান শিরোপার পর চলতি মৌসুমে দ্বিতীয় ট্রফি ঘরে তুললো দলটি।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ২২ মে, ২০১৬
এমএমএস