ঢাকা: আমেরিকান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী জায়ান্ট ‘নাইকি’র সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়নে রাজি হয়েছে বার্সেলোনা। সব ঠিক থাকলে ফুটবল বিশ্বে জার্সি তৈরিকারক স্পন্সরদের সঙ্গে লাভজনক চুক্তিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে যাবে স্প্যানিশ জায়ান্টরা!
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ট’ ও ‘মুন্ডো দেপোর্তিভো’র বরাত দিয়ে স্কাই স্পোর্টস এমন খবরই প্রকাশ করেছে।
জানা যায়, ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত নাইকির সঙ্গে এক মৌসুমে রেকর্ড ১৫৫ মিলিয়ন ইউরোর নতুন চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে বার্সা। গত বছর অ্যাডিডাসের সঙ্গে ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ১০ বছরের চুক্তি করেছিল ম্যানইউ। ইতোমধ্যেই নাকি চুক্তি স্বাক্ষরের কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু অফিসিয়াল ঘোষণা দেওয়াটাই বাকি!
এক বিবৃতিতে বার্সা জানায়, এফসি বার্সেলোনা ও নাইকি তাদের বর্তমান স্পন্সরশিপ চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ৩০ জুন তারিখে। বিশ্ব ফুটবলে দীর্ঘমেয়াদী চুক্তি একটি ল্যান্ডমার্ক এবং এটি অত্যন্ত সফল পার্টনারশিপ তৈরি করবে। ’
বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ নিজের অভিমত প্রকাশ করেন, ‘নাইকির সঙ্গে এই চুক্তির মাধ্যমে ক্লাবের জন্য আমরা কৌশলগত মৈত্রী সম্প্রসারণ করেছি। যেখানে বিশ্বের শীর্ষ পর্যায়ের স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে হাতে হাত রেখে আমাদের বৈশ্বিক অবস্থান পুনর্বহালে জোর দেওয়া হবে। নতুন চুক্তি নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত এবং আত্মবিশ্বাসী যে, একসঙ্গে ক্রমাগত ক্রীড়া সাফল্য উদযাপন অব্যাহত রাখতে সক্ষম হবো। ’
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
এমআরএম