ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন লুইস ফন গাল। তাই হোসে মরিনহোর রেড ডেভিলসদের কোচ হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র!
আর মরিনহো দায়িত্ব নিলে ম্যানইউকে নতুন করে সাজানোর ক্ষেত্রে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকেই নাকি পর্তুগিজ এই কোচ দলে টানবেন! ইংলিশ সংবাদমাধ্যমগুলো থেকে এমনটাই জানা যাচ্ছে।
‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’র সঙ্গে চুক্তির বিষয়টি অফিসিয়ালি এখনও ঘোষণা করেনি ইংলিশ জায়ান্টরা। গত বছরের ডিসেম্বরে চেলসির কোচের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন মরিনহো। অথচ, তার কোচিংয়ে ২০১৪-১৫ মৌসুমে শিরোপা উল্লাসে মেতেছিল ব্লুজরা। এবার ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ম্যানইউর কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মরিনহো।
এদিকে, সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ বেশ দাপটের সঙ্গেই বিদায় নিয়েছেন ফ্রান্সের শীর্ষস্থানীয় ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন থেকে। পিএসজি ছাড়ার পর থেকেই গুঞ্জন উঠে কোথায় যাবেন ‘বুড়ো গোলমেশিন’। তবে, নিশ্চিত না হলেও বাতাসে গুঞ্জন উঠেছে মরিনহোর ডাকে ম্যানইউতেই যাচ্ছেন ইব্রা।
ইংলিশ সংবাদমাধ্যমগুলো আরও জানাচ্ছে, নতুন মৌসুমে ম্যানইউকে সাজাতে ইব্রা ছাড়াও মরিনহোর পছন্দের তালিকায় রয়েছেন চেলসির নেমানজা ম্যাটিক, স্পোর্টিং লিসবনের জোয়াও মারিও, অ্যাতলেতিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিজম্যান, নাপোলির গঞ্জালো হিগুয়েন, এভারটনের জন স্টোনস, রিয়াল মাদ্রিদের রাফায়েল ভারানে, জুভেন্টাসের আলভারো মোরাতা।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ২৪ মে ২০১৬
এমআর