ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেন,পর্তুগাল,ইতালির জয়, অঘটনের শিকার জার্মান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ৩০, ২০১৬
স্পেন,পর্তুগাল,ইতালির জয়, অঘটনের শিকার জার্মান ছবি:সংগৃহীত

ঢাকা: আর ক’দিন পরেই শুরু হচ্ছে ইউরোপিয়ান আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ইউরো চ্যাম্পিয়নসশিপ। আর টুর্নামেন্টটিকে কেন্দ্র করে প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে ছোট বড় দলগুলো।

এরই ধারাবাহিকতায় মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান, স্পেন, ইতালি ও পতুর্গালের মতো শক্তিশালী দলগুলো।

 

বসনিয়ার-হার্জেগোভিনার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াই নরওয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে পর্তুগাল। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে ইতালি। তবে দুর্বল স্লোভাকিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে জার্মান।

 

নোলিতোর জোড়া ও শেষ মুহূর্তে পেদ্রোর একটি গোলে ৩-১ ব্যবধানের দুর্দান্ত জয় তুলে নেয় স্পেন। তবে বসনিয়ার বিপক্ষে এমির স্পাহিক একটি গোল পরিশোধ করেন। অন্যদিকে দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে জিততে ঘাম ঝড়াতে হয় ইতালির। শেষ পর্যন্ত গ্রাজিয়ানো পেলের একমাত্র গোলে জয় পায় আজ্জুরিরা।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের কারণে দেশের হয়ে খেলা হয়নি রোনালদোর। তবে নরওয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের অসাধারণ জয়ই পেল পর্তুগিজরা। দলের হয়ে রির্কাডো কুয়ারেসমা, রাফায়েল গুয়েরিয়েরো ও এডার একটি করে গোল করেন।

বড় দলগুলোর জয়ের রাতে অঘটনের শিকার জোয়াকিম লো’র জার্মান। ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটে মারিও গোমেজেরে গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু মারেক হামসিক, মাইকেল দুরিস ও জুরাজ কুচকার গোলে ১১ মিনিটের ব্যবধানেই ৩-১ গোলে হার নিশ্চিত হয়। অঘটনের জন্ম দেয় দুর্বল স্লোভাকিয়া।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ৩০ মে, ২০১৬
এমএমএস

**ইউরো আসর মাতাবে যারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।