ঢাকা: মেক্সিকান জাতীয় দলের স্ট্রাইকার অ্যালান পোউলিদো অপহরণ হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর নিশ্চিত করা হয়েছে।
২৫ বছর বয়সী পোউলিদো এক পার্টি শেষে ফিরছিলেন। আর সে সময়ই সিউদাদ ভিক্টোরিয়ার কাছ থেকে তাকে অপহরণ করা হয়।
তরুণ এ স্ট্রাইকার গ্রীক লিগের ক্লাব অলিম্পিয়াকোসে হয়ে খেলেন। এবার দলটি চ্যাম্পিয়নের মুকুটও পড়ে। এছাড়া পোউলিদো মেক্সিকো জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন।
মেক্সিকো বিশ্বের অপহরণ হওয়া দেশগুলোর মধ্যে ওপরের দিকে রয়েছে। দেশটির সরকারি হিসেব অনুযায়ী প্রতি বছর অন্তত ১ হাজার লোক অপহরণ হয়।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ৩০ মে, ২০১৬
এমএমএস