ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অলিম্পিকে আর্জেন্টাইন দিবালাকে ছাড়বে না জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ৩১, ২০১৬
অলিম্পিকে আর্জেন্টাইন দিবালাকে ছাড়বে না জুভেন্টাস পাওলো দিবালা-ছবি:সংগৃহীত

ঢাকা: আগামী আগস্টে ব্রাজিলের রিওতে বসতে যাচ্ছে অলিম্পিক আসর। আর এ আসরে আর্জেন্টাইন ফুটবল দলে তরুণ স্ট্রাইকার পাওলো দিবালাকে খেলার অনুমতি দেবে না তার ক্লাব জুভেন্টাস।

এমন খবর নিশ্চিত করেছেন দলটির জেনারেল ডিরেক্টর গিউসেপ্পে মারোত্তা।

 

জুভিতে দিবালার দুর্দান্ত পারফরম্যান্স সত্বেও আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো তাকে কোপা আমেরিকা দলে রাখেননি। তবে ২০১৬ রিও অলিম্পিকে ৩৫ সদস্যের দলে অন্তর্ভূক্ত করেছেন তিনি।

 

এদিকে সাফ কথা ইতালিয়ান চ্যাম্পিয়নদের। অলিম্পিকে তারা দিবালাকে খেলার অনুমতি দেবে না। ‘অলিম্পিকে আর্জেন্টিনার প্রাথমিক দলে দিবালাকে রাখা হয়েছে। তবে এই আসরটিতে ফিফা কোন হস্থক্ষেপ করবে না। ফলে আমরা তাকে যেতে দেবো না। ’

মোরাত্তা ‍আরও বলেন, ‘অলিম্পিক চলাকালীন আমাদের নতুন মৌসুম শুরু হবে। তাই আমরা সে সময় তাকে রেখে দিচ্ছি। ’

২০১৫-১৬ মৌসুমে জুভেন্টাসে যোগ দেন দিবালা। আর নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করেন তরুণ এ তারকা। ৪৬ ম্যাচ খেলে ২৩ গোল করে হন দলটির মৌসুমের সর্বোচ্চ গোলদাতা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৩১ মে, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।