ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর নামে বিমানবন্দর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
রোনালদোর নামে বিমানবন্দর ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো জেতাতে দুর্দান্ত ভূমিকা রাখা ক্রিস্টিয়ানো রোনালদো একের পর এক সম্মানে ভূষিত হচ্ছেন। এবার রিয়াল মাদ্রিদ এ তারকার নামে বিমানবন্দরের নামকরণ করা হলো।

রোনালদোর হোমটাউন ফানচালের বিমানবন্দরটি তার নামে করা হয়।

ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬’র চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এই দলের অধিনায়ক ছিলেন সিআর সেভেন খ্যাত রোনালদো। ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইউসেবিও-ফিগোর উত্তরসূরিরা।

ফানচাল পর্তুগালের দ্বীপ মাদেরিয়ার রাজধানী। আর সেখানকার প্রেসিডেন্ট মিকুয়েল আলবুকুয়েরাকু সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকারের নামে বিমানবন্দরের নতুন নামকরণের ব্যাপারটি নিশ্চিত করেন। যার নাম দেওয়া হয়েছে ‘ক্রিস্টিয়ানো রোনালদো এয়ারপোর্ট’।

রোনালদো বর্তমানে রিয়ালের নতুন মৌসুম শুরুর আগে ছুটিতে ইবিজায় রয়েছেন। এছাড়া ইউরোর ফাইনালে চোট পাওয়া এ তারকা নিজেকে ফিট করতে বেশ অনুশীলনও করছেন।

এদিকে ৩১ বছর বয়সী এ উইঙ্গার ফানচালে হোটেল পেস্তানা সিআর সেভেনের উদ্বোধন করেছেন। পেস্তানার সঙ্গে যৌথভাবে হোটেলটির মালিক হলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।