ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের টিম হোটেলে নেইমারের ভক্ত আটক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ব্রাজিলের টিম হোটেলে নেইমারের ভক্ত আটক ছবি: সংগৃহীত

ঢাকা: কতটা ঝুঁকি নিয়ে আপনি প্রিয় ক্রীড়াবিদের সঙ্গে দেখা করতে চান? আপনার আইডলের সঙ্গে একটি সেলফি তুলতে গিয়ে কী গ্রেফতার হওয়ার ঝুঁকি নেবেন? ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের এক ভক্ত এমনটিই করে দেখিয়েছেন! জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের টিম হোটেলে ঢুকে গ্রেফতার হন নেইমারের ২১ বছর বয়সী এক ভক্ত।

আমেরিকার জনপ্রিয় দৈনিক ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এমন খবরই প্রকাশ করেছে।

ইতোমধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেছে। ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে সেলেকাওরা। যেটি ছিল দেশের মাটিতে অনুষ্ঠেয় রিও অলিম্পিকের (৪ আগস্ট শুরু) আগে নেইমারদের শেষ প্রস্তুতি ম্যাচ।

জানা যায়, নেইমার ও ব্রাজিল টিম আসার আগেই নকল আইডি ব্যবহার করে নিজেকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের স্টাফ মেম্বার পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করেন ব্রাজিলিয়ান অধিনায়কের ভক্ত (নাম জানা যায়নি)। পরে নাকি তিনি বাথরুম ও লন্ড্রি রুমে লুকিয়ে থাকেন।

হোটেলের কর্মচারীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ অফিসার ভ্রাদিমির পাসোস আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’কে বলেন, ‘হোটেল স্টাফরা ওই ব্যক্তির আচরণে অদ্ভুত কিছু লক্ষ্য করে আবেং আমাদের জানায়। তার প্ল্যান ছিল নেইমার ও ব্রাজিল টিমের সঙ্গে দেখা করা। ’

নিজেদের হেফাজতে নেওয়ার পর কলেজ ছাত্র নেইমারের ভক্তকে সতর্ক করে ছেড়ে দিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।