ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার ইব্রা: রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার ইব্রা: রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: অক্টোবরে ৩৫-এ পা রাখবেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু ওয়েইন রুনির চোখে, এখনো বিশ্বসেরা স্ট্রাইকারদের একজন সুইডিশ আইকন।

ইংলিশ অধিনায়কের বিশ্বাস, নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্সে ভালো প্রভাব রাখবেন ইব্রাহিমোভিচ।

গত মাসে এক বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে পা রাখেন ইব্রা। ম্যানইউতে সফল হওয়ার জন্য প্রতিভা ও ব্যক্তিত্ব তার মাঝে আছে বলেই মনে করছেন রুনি। ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইব্রাহিমোভিচ বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন এবং বড় ব্যক্তিত্বের অধিকারী। এটা স্পষ্ট যে সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চায়। ’

হোসে মরিনহোর অধীনে তরুণ অ্যান্তোনি মার্শাল ও মার্কাস রাশফোর্ডের সঙ্গে ম্যানইউর আক্রমণভাগে নেতৃত্ব দেবেন ইব্রাহিমোভিচ। গত ৩০ জুলাইয়ের প্রীতি ম্যাচে গালাতাসারাইয়ের বিপক্ষে (৫-২) তিনি ম্যানইউর জার্সিতে অভিষেক গোল উদযাপনে মেতেছিলেন।

জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোন, এসি মিলান ও পিএসজির মতো ক্লাবের হয়ে খেলেছেন ইব্রাহিমোভিচ। সবশেষ প্যারিসে চার মৌসুম কাটিয়ে পিএসজি অধ্যায়ের ইতি টানেন। ক্লাব ফটুবল ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৬৭৭ ম্যাচে ৩৯২।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।