ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমার আবেগ নিয়ন্ত্রণ করলে শিরোপা জিতবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
নেইমার আবেগ নিয়ন্ত্রণ করলে শিরোপা জিতবে ব্রাজিল

ঢাকা: ক’দিন আগেই ব্রাজিলের সাবেক স্ট্রাইকার জিওভানে এলবার বলেছেন, আসন্ন অলিম্পিকে নিজেদের মাটিতেই ব্রাজিলকে খালি হাতে বসে থাকতে হবে। তবে, ভিন্ন কথা জানিয়ে ব্রাজিলের বর্তমান অধিনায়ক নেইমার জানান, এবার তার হাতেই উঠবে শিরোপা।

এবার দেশটির সাবেক মিডফিল্ডার জুনিনহো জানালেন, দলপতি নেইমার যদি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, তবেই রিও অলিম্পিকে সোনা জিততে পারবে ব্রাজিল।

অলিম্পিক ফুটবলে অধরা স্বর্ণ নিয়ে এমনই কথার লড়াই আর আলোচনা-সমালোচনা চলছে ব্রাজিল কিংবদন্তি থেকে শুরু করে দলের বর্তমান সদস্যদের মাঝে।

ব্রাজিল ফুটবল ফেডারেশনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথা জানান বার্সেলোনার সেনসেশন নেইমার। দলগতভাবে খেলেই প্রথমবারের মতো অলিম্পিক শিরোপায় চুমু খেতে চান সেলেকাও দলপতি।

এদিকে, ১৯৯৬ অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী ব্রাজিলের সাবেক তারকা জুনিনহো জানান, ‘নেইমার বিশেষ ও ব্যতিক্রমী এক খেলোয়াড়। আমার কাছে মনে হয় সে সত্যিই অদ্বিতীয়। কারণ, যখনই তার পায়ে বল যায়, বিশ্ববাসী তখনই গোল প্রত্যাশা করে। ’

কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচ কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করা হয়। ফলে, অলিম্পিক দলের দায়িত্ব বর্তায় অনূর্ধ্ব-২০ দলের কোচ রোজারিও মিকেলের ওপর। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকার শিরোপাও আটবার ঘরে তুলেছে। শুধু তাদের শোকেসে নেই অলিম্পিকের শিরোপা। মিকেলের হাত ধরে আর নেইমারদের পারফর্মে এবার অধরা এই শিরোপা জিততে মরিয়া ব্রাজিল।

জুনিনহো আরও জানান, ‘নেইমারকে শিরোপা জিততে হলে অবশ্যই তার অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। ব্রাজিলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে মাথায় রাখতে হবে। দলও নেইমারের গুরুত্ব বুঝতে পারছে। আমার বিশ্বাস নেইমার শুধু তার আবেগ নিয়ন্ত্রণ করে নিজের স্বাভাবিক খেলাটা খেললেই ব্রাজিল ২০১৬’র অলিম্পিক শিরোপা জিততে পারবে। ’

এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণ জয়ের খুব কাছে গিয়েও, ফাইনালে মেক্সিকোর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় নেইমারদের। এবার ব্রাজিলের হয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন নেইমার। আর অলিম্পিকে খেলবেন বলে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলেননি বার্সার এই তারকা। দৃঢ় কণ্ঠেই তিনি জানিয়েছেন, ‘অলিম্পিকের জন্য আমি অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করেছি। মাঠ ও মাঠের বাইরে যে কোনো ভূমিকায় আমি দলের হয়ে অবদান রাখতে চাই। শিরোপা জেতার জন্য দলগতভাবে নিজেদের সেরাটা দিয়েই খেলবো আমরা। ’

এখন পর্যন্ত অলিম্পিকে ১২ বার অংশ নিয়ে তিনবার রৌপ্য (১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালে) ও দু'বার ব্রোঞ্জ জিতেছে ব্রাজিল। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় ব্রাজিল। চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরেও আগেভাগেই বিদায় নিতে হয় সেলেকাওদের। আর সবশেষ কোপা আমেরিকার শতবর্ষী আসরে আমেরিকার মাটিতে গ্রুপপর্ব থেকে তাদের দ্রুত বিদায় নিতে হয়েছিল।

স্বাগতিক ব্রাজিল এবার কি পারবে অলিম্পিকের আসরে অধরা স্বর্ণ জিতে শিরোপা নিজেদের ঘরেই রেখে দিতে? যা পারেননি রোমারিও, কাকা, রোনালদো, রোনালদিনহোরা। আর তাদের এই মিশনে নেতৃত্ব দেবেন বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।