ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হাইভোল্টেজ ম্যাচে বায়ার্নকে হারালো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
হাইভোল্টেজ ম্যাচে বায়ার্নকে হারালো রিয়াল ছবি:সংগৃহীত

ঢাকা: চলছে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ। এরই মধ্যে ইউরোপিয়ান লিগের ছোট-বড় দলগুলো ঝালাই করে নিচ্ছে নিজেদের।

আর আইসিসি চ্যাম্পিয়নস কাপে হাইভোল্টেজ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই শক্তিশালী ক্লাব। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন দানিলো।

এদিন খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে দুই ক্লাব। তবে ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি কেউই। তবে খেলার দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে মার্টিন ওদেগার্ডের পাস থেকে রিয়ালের জয়সূচক গোলটি করেন দানিলো।

এ ম্যাচে দু’দলেরই ছিলেন না বেশ কয়েকজন তারকা। রিয়ালের হয়ে মাঠে নামেননি বিবিসি খ্যাত তারকা গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো অবশ্য ইনজুরির কারণে পুরোপুরি ফিট নন। অন্যদিকে বায়ার্নের হয়ে ছিলেন না থমাস মুলার, মারিও গোতজে ও রবার্ট লেভান্ডভস্কির মতো তারকারা।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।