ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অশোভন হলেও এটাই ফুটবলের বাস্তবতা: মোরাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
অশোভন হলেও এটাই ফুটবলের বাস্তবতা: মোরাতা ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার মিশনে নেমে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দলের জয়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং দ্বিতীয় মেয়াদে যোগ দেওয়া আলভারো মোরাতা।

ম্যাচে ১-০ গোলে পিছিয়ে ছিল স্বাগতিকরা। অতিথিদের শেষ ৫ মিনিটেই হারায় রিয়াল। ম্যাচের ৮৯তম মিনিটে গোল করেন রোনালদো। পর্তুগিজ তারকার শৈশবের ক্লাবটির বিপক্ষে দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন মোরাতা।

পুরো ম্যাচে দুর্দান্ত খেলা আতিথ্য নেওয়া লিসবনের ক্লাবটির শেষ ৫ মিনিটে হেরে যাওয়াকে ‘অশোভন’ দেখালেও এটিই ফুটবলের চরম বাস্তবতা জানিয়েছেন মোরাতা।

রিয়ালের হয়ে শৈশবে খেলেছেন ২৩ বছর বয়সী উঠতি স্প্যানিশ তারকা স্ট্রাইকার মোরাতা। এরপর ২০১০ সালে মূল দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। চারটি মৌসুম পার করে পাড়ি জমান জুভেন্টাসে। সেখানে আরও দুই মৌসুম খেলে এ মৌসুমে ফেরেন রিয়ালের হয়ে। আর নতুন মৌসুমের পাঁচটি ম্যাচ খেলে জিদানের দলের হয়ে করেছেন দুটি গোল।

পর্তুগালের ক্লাব লিসবনের প্রতি সমবেদনা জানিয়ে মোরাতা জানান, ‘কিছু কিছু সময় ফুটবলের অশোভন দিকটি মেনে নিতে হয়। এটাই ফুটবলের বাস্তব দিক। এই ম্যাচের আগে আমরাই ফেভারিট ছিলাম। হেরে গেলে আমাদের বাস্তবতা মেনে নিতে হতো। পুরো ম্যাচে আমাদের মাঠে খেলতে নেমে অতিথিরা কোনো সুযোগ না দিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারতো। আমরা সেটা আগে থেকে কেউই বুঝতে পারিনি। তবে, দিনশেষ আমরা জিতেছি, তারা হেরেছে। আর জয়ী দলে থাকাটা সব সময়ই আমাকে আনন্দ দেয়। গ্রুপপর্বে আমাদের শীর্ষে থাকাই প্রথম এবং প্রধান লক্ষ্য। ’

দ্বিতীয়ার্ধে করিম বেনজেমাকে তুলে মোরাতাকে মাঠে নামান রিয়াল কোচ জিদান। মোরাতা যোগ করেন, ‘আমরা ম্যাচের শুরুতে ভালো করিনি। ম্যাচের পিছিয়ে ছিলাম। কিন্তু এটাই রিয়ালের মাঠ, যেখানে তারা যেকোনো কিছুই করে দেখাতে সক্ষম। এই ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বার্নাব্যুতে আমরা ম্যাচ ছেড়ে দেইনা। নিজেদের উপর আমাদের আত্মবিশ্বাস থাকে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।