ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিছিয়ে থেকেও বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
পিছিয়ে থেকেও বায়ার্নের জয়

ঢাকা: জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের আরেকটি জয়ে বুন্দেসলিগার চলমান আসরে শীর্ষেই রইলো দলটি। ইনগোলসটাডের বিপক্ষে ৩-১ গোলের জয় নিশ্চিত করে রবার্ট লেভানোডফস্কি-রাফিনহা-জাবি অলোনসোদের বায়ার্ন।

নিজেদের মাঠ অ্যালিনাঞ্জ অ্যারেনায় নামে বায়ার্ন। তবে, শুরুতেই হোঁচট খেতে হয় স্বাগতিকদের। আতিথ্য নেওয়া ইনগোলসটাডের হয়ে খেলার অষ্টম মিনিটে লেজকানোর গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন (১-০)। তবে, ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১২ মিনিটের মাথায় বায়ার্নের গোলমেশিন খ্যাত লেভানোডফস্কি দলকে সমতায় ফেরান (১-১)। পোলিশ এই তারকার গোলে সহায়তা করেন ফ্রাঙ্ক রিবেরি।

১-১ গোলে সমতায় ফেরার পর স্বাগতিকদের আর কোনো সুযোগ দেয়নি বায়ার্ন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে বায়ার্নের হয়ে গোল করেন জাবি অলোনসো (২-১)। দ্বিতীয় গোলটি করতেও সহায়তা করেন রিবেরি।

৮৪ মিনিটের মাথায় ইনগোলসটাডের জালে তৃতীয়বার বল পাঠান রাফিনহা (৩-১)। ব্রাজিল তারকাকে গোল করতে এগিয়ে আসেন প্রথম দুই গোলের অ্যাসিস্ট করা রিবেরি। এই স্কোরেই জয় নিয়ে আর পূর্ণ তিন পয়েন্ট সহ তিন ম্যাচের তিনটিতে জিতে মোট ৯ পয়েন্ট সংগ্রহ করে বায়ার্ন।

অপর ম্যাচে ডার্মসটাডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।