ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনিয়েস্তার ‍অন্যরকম রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ইনিয়েস্তার ‍অন্যরকম রেকর্ড আন্দ্রেস ইনিয়েস্তা-ছবি:সংগৃহীত

ঢাকা: লা লিগায় চলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ। যেখানে পেরে ওঠে না অন্য কোনো ফুটবলার।

তাই বেশিরভাগ রেকর্ডও যায় এলএমটেন বা সিআর সেভেনের দখলে। কিন্তু বুধবার রাতে ভিন্ন রকম এক রেকর্ডের মালিক হলেন বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ১-১ গোলে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করে বার্সা। কাতালানদের হয়ে গোল করা ইভান রাকিটিচের সহায়তাকারী (অ্যাসিস্ট) ছিলেন ইনিয়েস্তা। এরই সঙ্গে শেষ ১৪টি লা লিগা মৌসুমে অন্তত একটি গোলে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন তিনি।

বুধবারের ম্যাচটি সহ এখন পর্যন্ত মোট ৮৩টি গোলে অ্যাসিস্ট করেছেন ইনিয়েস্তা। তার সহায়তায় গোলের বন্যা বইয়ে দেন স্ট্রাইকাররা। আর দুর্দান্ত পারফরম্যান্স করে এখন পর্যন্ত দলের আটটি লা লিগা শিরোপা জেতাতে সাহায্য করেছেন। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফিও।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।