ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেন দলে বাদ পড়লেন ফ্যাব্রিগাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
স্পেন দলে বাদ পড়লেন ফ্যাব্রিগাস ছবি: সংগৃহীত

ঢাকা: সেস ফ্যাব্রিগাসকে বাদ দিয়ে ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছেন স্পেন কোচ জুলেন লোপেতেগুই। চেলসির হয়ে চলতি মৌসুমে টিমে নিয়মিত হতে লড়াই করতে হচ্ছে তাকে।

তার মধ্যেই এবার জাতীয় দলে জায়গা হারালেন ২৯ বছর বয়সী এ তারকা মিডফিল্ডার।

ফ্যাব্রিগাসের ক্লাব সতীর্থ ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতাকেও ২৩ সদস্যের দলে রাখেননি লোপেতেগুই। ভিসেন্তে দেল বস্কের স্থলাভিষিক্ত হওয়ার পর গত আগস্টে নিজের প্রথম ঘোষিত স্কোয়াডেও ফ্যাব্রিগাসকে বাদের খাতায় রেখেছিলেন তিনি।

নাপোলির হয়ে খেলা ফরোয়ার্ড জোসে ক্যালিজন পুনরায় জাতীয় দলে ডাক পেয়েছেন। সবশেষ ২০১৪ সালে তাকে স্পেন টিমে দেখা যায়। এ মৌসুমটি তার দুর্দান্তই কাটছে। ইতালিয়ান লিগে এরই মধ্যে ছয় ম্যাচে গোল করেছেন পাঁচটি।

আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইতালির মুখোমুখি হবে স্পেন। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। তিনদিন পরই (রোববার) একই সময়ে আলবেনিয়ার মাঠে নামবেন আন্দ্রেস ইনিয়েস্তারা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে লিচেনস্টেইনকে ৮-০ গোলে বিধ্বস্ত করে প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা পেয়েছিল স্প্যানিশরা।

স্পেন স্কোয়াড:
গোলরক্ষক: পেপে রেইনা, ডেভিড ডি গিয়া, সার্জিও রিকো।

ডিফেন্ডার: নাচো ফার্নান্দেজ, জর্ডি আলবা, দানি কারভাজাল, সার্জিও রামোস, জেরার্ড পিকে, জাভি মার্টিনেজ, সার্জি রবার্তো।

মিডফিল্ডার: কোকে, সাউল নিগুয়েজ, ডেভিড সিলভা, সার্জিও বুসকেটস, থিয়াগো আলকানতারা, আন্দ্রেস ইনিয়েস্তা, ইস্কো।

ফরোয়ার্ড: নোলিতো, জোসে ক্যালিজন, লুকাস ভাজকুয়েজ, ভিতোলো, দিয়েগো কস্তা, আলভারো মোরাতা।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।