ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর সমালোচক স্মরণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
রোনালদোর সমালোচক স্মরণ ছবি: সংগৃহীত

ঢাকা: গোল করাটা যার কাছে মামুলি ব্যাপার তাকেই কিনা জালের দেখা পেতে ঘাম ঝরাতে হচ্ছে! বলা চলে, খানিকটা খারাপ সময়ই পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভক্ত-সমর্থকদের আশা, ফর্মহীনতা কাটিয়ে দ্রুতই স্বরূপে ফিরবেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

কঠিন সময়ে সমর্থক নয়, বরং সমালোচকদেরকেই খুব বেশি স্মরণ করছেন পর্তুগিজ আইকন। কী অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছু নেই। রোনালদোর চোখে, সমালোচনাই একমাত্র মাধ্যম যা তাকে অনুপ্রাণিত করে সেরাটা বের করে আনবে।

২০১৬-১৭ মৌসুমে ক্যারিয়ারের সবচেয়ে বাজে শুরু করেছেন রোনালদো। লা লিগায় ছয় ম্যাচে স্কোরশিটে নাম লিখিয়েছেন মাত্র দু’বার। ক’দিন আগে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচটিতে গোল করতে ব্যর্থ হওয়ায় রিয়াল সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছিলেন।

কিন্তু রোনালদো এতে মোটেও ক্ষুব্ধ নন। তার অনুভূতি, সমালোচক ছাড়া তিনি সফল হতে পারতেন না। এক সাক্ষাৎকারের এমন অভিব্যক্তিই তুলে ধরেন সিআর সেভেন, ‘আপনাকে অবশ্যই নেতিবাচক মানুষদের কথা শুনতে হবে এবং এমন অভিজ্ঞতাই আপনাকে অনুপ্রাণিত করবে। আমার আসলে সমালোচকদের প্রয়োজন। আমি যা অর্জন করেছি সবগুলোতেই তারা আমাকে সাহায্য করেছে। ’

শৈশবের সময়টায় স্বদেশী তারকা লুইস ফিগো ও রুই কস্তাদের ‍খেলায় অনুপ্রাণিত হতেন ৩১ বছর বয়সী রোনালদো। কিন্তু জোর দিয়েই বলছেন, সবকিছু ছাপিয়ে যেতে নিজের একক আকাঙ্ক্ষাই তাকে এমন উচ্চতাই নিয়ে এসেছে, ‘যখন আমি ছোট ছিলাম ফিগো ও রুই কস্তার মতো পর্তুগিজ খেলোয়াড়দের ওপর দৃষ্টি রাখতাম এবং দেখতাম তারা কীভাবে বড় লেভেলে পারফরম্যান্স করছে। আমার মাঝে ওই লেভেলে পোঁছানোর লক্ষ্য ছিল। ’

‘কিন্তু আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমি নিজেই। কেউই আমার ওপর নিজের চেয়ে বড় প্রভাব রাখতে পারেনি। আমি বলেছি ফিগো ও রুই কস্তা আমার পছন্দের খেলোয়াড় ছিলেন। কিন্তু কখনোই কাউকে অনুকরণ করতে চাইনি। ফোকাসটা ছিল সবসময়ই নিজেকে সেরা পর্যায়ে নেওয়ার। আমি নিজেই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রভাবক। ’-যোগ করেন রোনালদো।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।