ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ধর্মঘটের মধ্যেই শুরু হবে অ্যাফকন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
ধর্মঘটের মধ্যেই শুরু হবে অ্যাফকন ছবি: সংগৃহীত

গ্যাবনের সিভিল সার্ভিস ইউনিয়নের ডাকা ধর্মঘটের কারণে আসন্ন আফ্রিকান ন্যাশনস কাপ (অ্যাফকন) না হবার শঙ্কা দূর হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশন আর টুর্নামেন্ট কমিটি থেকে নিশ্চিত করা হয়েছে, নির্দিষ্ট সময়েই শুরু হবে আফ্রিকান ন্যাশনস কাপের ৩১তম আসর।

আগামী ১৪ জানুয়ারি থেকে গ্যাবনে আফ্রিকার অন্যতম সেরা ফুটবল আসরটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দার কারণে দেশটি সাম্প্রতিক সময়ে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অর্থনৈতিক সংকটের এই অবস্থায় আফ্রিকান ন্যাশনস কাপ আয়োজন মেনে নিতে পারছে না একটি দল। তাদের সঙ্গে আন্দোলনে নামে দেশটির বিভিন্ন বাণিজ্যিক সংগঠন। আসন্ন আফ্রিকান ন্যাশনস কাপ আয়োজন না করার জন্য দেশটির ফুটবল ফেডারেশনকেও অনুরোধ জানায় তারা।

তবে, দেশটির ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে এবং নির্ধারিত সূচিতেই টুর্নামেন্টের আয়োজন হবে। এবারের আসরে ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ দেশের অংশগ্রহণে ২৩ দিন ব্যাপি এই টুর্নামেন্ট চলবে। আগামী ৫ ফেব্রুয়ারি আসরের পর্দা নামবে।

তবে, আন্দোলনকারীরা জানায়, বিশাল এই আয়োজনে দেশটির অর্থনৈতিক মন্দা আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।