ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এনরিকের ওপর বিশ্বাস হারায়নি বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এনরিকের ওপর বিশ্বাস হারায়নি বার্সা লুইস এনরিকের পাশে দাঁড়িয়েছেন বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা/ছবি: সংগৃহীত

পিএসজির মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে লুইস এনরিকের অবস্থান নড়বড়ে! কোচের পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। চাপের মুখে থাকা এনরিকের সঙ্গে কোনো সমস্যা নেই বলে নিজের অভিমত ব্যক্ত করেছেন স্প্যানিশ আইকন।

ইনিয়েস্তা জোর দিয়েই বলছেন, এনরিকের ওপর টিমমেটরা আস্থা হারায়নি। স্প্যানিশ চ্যাম্পিয়নের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

কিন্তু, পিএসজি দুঃস্বপ্ন এখনো কাটিয়ে উঠতে পারেনি কাতালানরা। সবশেষ লিগ ম্যাচে লিওনেল মেসির শেষ মুহূর্তের পেনাল্টিতে লেগানেসের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লজ্জাজনক পরাজয়ে বার্সা সমর্থকদের বিদ্রুপের শিকার হন এনরিক। কোয়ার্টারের স্বপ্ন ‍বাঁচিয়ে রাখতে ন্যু ক্যাম্পে মেসি-নেইমারদের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ। আগামী ৮ মার্চ ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে।

এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘আমরা কোচের ওপর নিজেদের আত্মবিশ্বাস হারায়নি। একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত, তা কাটিয়ে উঠতে পারবো। কিছুই শেষ হয়ে যায়নি। আমরা সঠিক পথেই স্বরূপে ফিরবো। পেছনে তাকানোর সুযোগ নেই। আমাদের সামনে তাকাতে হবে এবং সবকিছুই জন্য লড়াই করতে হবে। ’

২০১৪ সালে তিন বছরের চুক্তিতে কোচ হিসেবে সাবেক ক্লাব বার্সায় ফেরেন এনরিক। শুরুটা হয় স্বপ্নের মতোই। তার অধীনে প্রথম মৌসুমেই সম্ভাব্য ছয়টির মধ্যে পাঁচটি বড় শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা। গত মৌসুমে লিগ ও কোপা দেল রের ট্রফি ধরে রাখে এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।