ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোচ নিয়ে এতো কালক্ষেপণ কেন?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
কোচ নিয়ে এতো কালক্ষেপণ কেন? ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইসি মিটিংয়ের সাতদিন পার হয়ে গেলেও এখনও কোচের ঘোষণা দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে কেন এতো কালক্ষেপণ হচ্ছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যাও নেই এই সর্বোচ্চ সংস্থার।

জানুয়ারি থেকে চলছে এই ঘোষণার খেলা। জানুয়ারি-ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাসের শেষ পর্বে এসেও ঘোষণা আসছে না।

চলমান মাসের ১৬ তারিখে বাফুফের ইসি মিটিং শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছিল এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ফুটবল দলের কোচের নিয়োগ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে। হবে হবে বলে ঘোষণাই দেয়া হচ্ছে না।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাংলানিউজকে জানান, ‘কোচ নিয়ে এখনও কনক্রিট কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বাফুফে। এখনও আলোচনা চলছে। বিভিন্ন দেশি-বিদেশি কোচের সিভি নিয়ে আলোচনা চলছে। তবে দুই-এক দিনের মধ্যে আবারও মিটিং করে এ সিদ্ধান্ত নেয়া হবে। '

ফুটবলারদের নিয়ে বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্পেইনের পর শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টও শেষ হয়েছে। খেলোয়াড়দের বৈজ্ঞানিক তথ্য নেয়াও শেষ হয়েছে। প্রধান কোচ ছাড়াই চলছে বাফুফের পুরুষ ও নারী জাতীয় দলের যাবতীয় কার্যক্রম।

এপ্রিলের তৃতীয় সপ্তাহে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। তারপরেই সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশীপ। এত টুর্নামেন্ট থাকার পরেও নেই শুধু কোচ। কিন্তু, লাল-সবুজ ফুটবল দলের পরবর্তী অভিভাবক কে হচ্ছেন তা এখনও নির্ধারণ করেনি দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

জাতীয় দলের কোচ নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। এ নিয়ে এখনও আলোচনা চলছে। দেশি কোচই প্রাধান্য পেতে পারে বলে গুঞ্জন চাউর হয়েছে বাফুফে পাড়ায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে কেউ কেউ বলছেন, বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি চাননা কোন বিদেশি কোচ আসুক। তাতে করে বাফুফেতে স্মলির হঠকারিতা কমে যাওয়ার আশঙ্কা আছে।

এদিকে অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশীপের মূল পর্বের ভেন্যু নির্ধারণ করেছে বাফুফে। সিলেট, রাজশাহী ও রাজধানী ঢাকাকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।