ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোচ হয়ে রিয়ালে ফিরতে চান মিশেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
কোচ হয়ে রিয়ালে ফিরতে চান মিশেল কোচ হয়ে রিয়ালে ফিরতে চান মিশেল/ছবি: সংগৃহীত

খেলোয়াড়ী জীবনে ছিলেন রিয়াল মাদ্রিদ গ্রেট। কয়েকটি দেশ ঘুরে কোচিং অভিজ্ঞতাও হয়ে গেছে। অদূর ভবিষ্যতে সান্তিয়াগো বার্নাব্যুতে ডাগআউটে বসার স্বপ্ন দেখেন সাবেক স্প্যানিশ তারকা মিডফিল্ডার মিশেল।

সম্প্রতি মালাগার কোচ পদে নিয়োগ পেয়েছেন ৫৩ বছর বয়সী মিশেল। একদিন রিয়ালের দায়িত্ব কাঁধে নেওয়ার লক্ষ্যে চোখ রাখছেন তিনি।

কোনোদিন সুযোগ আসলে অবশ্যই তা বিবেচনায় নিয়ে সাদরে গ্রহন করবেন।

এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে মিশেলের প্রতিক্রিয়া, ‘অবশ্যই আমি এ চাকরিটা নেব। সবাই তাই করবেন। আমি নিজেকে রিয়াল মাদ্রিদের যোগ্য কোচ হিসেবে দেখছি। ’

মিশেলের ফুটবলের হাতেখড়ি রিয়ালে। যুব একাডেমি থেকে ‘বি’ টিম থেকে মূল দলের হয়ে দীর্ঘ সময় (১৯৮২-৯৬) পার করেন। চারশ’র অধিক লিগ ম্যাচে গোল করেন ৯৭টি। অবসরের পর রায়ো ভায়োকানো দিয়ে কোচিং পেশায় নামেন।

রিয়ালের ‘বি’ দলের কোচও ছিলেন (২০০৬-০৭)। গেটাফে, সেভিয়া, অলিম্পিয়াকোস (গ্রীস), অলিম্পিক মার্শেই (ফ্রান্স) ঘুরে চলতি মাসেই মালাগার কোচ হয়ে স্প্যানিশ ফুটবলে ফেরেন মিশেল।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।