ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জাতীয় নারী ফুটবল দলের স্পন্সর ওয়ালটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জাতীয় নারী ফুটবল দলের স্পন্সর ওয়ালটন ছবি: সংগৃহীত

চীনের সাংহাই প্রদেশের সবচেয়ে বড় শহর ও রাজধানী জিয়ান। এখানেই চলতি মাসের ২০ থেকে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দল। অন্যান্যবারের মতো এবারও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।

এর আগে ওয়ালটন গ্রুপ ভারতে অনুষ্ঠিত সাফে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে।

এবার চীন সফরেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং এর চেয়ারম্যান মিস মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘২১ তারিখ চীনে শুরু হবে এই টুর্নামেন্ট। আমরা ১৯ তারিখ রাতে রওয়ানা হব। অন্যান্যবারের মতো এবারও ওয়ালটন গ্রুপ আমাদের পাশে রয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে। ’ টুর্নামেন্টের বিষয়ে তিনি বলেন, ‘এটা জাপানে অনুষ্ঠিত ফেস্টিভালের মতো নয়। এটা হবে ৯০ মিনিটের ম্যাচ। চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে আমাদের মেয়েরা ৪টি ম্যাচ খেলবে। ’

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিতভাবে কাজ করার চেষ্টা করছি। সম্পৃক্ত হচ্ছি। বিশেষ করে নারী ফুটবলের সঙ্গে। এর আগে আমরা সাফে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিলাম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে তাদের পৃষ্ঠপোষকতায় ছিলাম। তারই ধারাবাহিকতায় চীন সফরেও তাদের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।