ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাউজাকে বরখাস্ত করলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বাউজাকে বরখাস্ত করলো আর্জেন্টিনা আর্জেন্টিনার কোচের পদ থেকে বরখাস্ত এদগার্দো বাউজা/ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে ‍বাজে পারফরম্যান্সের জেরে আর্জেন্টিনার কোচের পদ থেকে বরখাস্তই হলেন এদগার্দো ‍বাউজা। বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনটাই অবশেষে সত্যিতে রূপ নিল। অফিসিয়ালি এমন ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এক বছরও টিকতে পারলেন না বাউজা। গত বছরের আগস্টে আলবিসেলেস্তেদের দায়িত্ব উঠেছিল তার কাঁধে।

যার অধীনে বিশ্বকাপ বাছাইয়ে আটটি ম্যাচ খেলেছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জয় মাত্র তিন ম্যাচে। ২০১৮ রাশিয়া ওয়ার্ল্ডকাপের টিকিট নিশ্চিতের দৌড়ে হুমকির মুখে লিওনেল মেসির দল!

এএফএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেন, ‘আমরা একটা মতৈক্যে পৌঁছেছি। আমরা বাউজাকে বলেছি ন্যাশনাল টিমের কোচের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। ’

দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আর্জেন্টিনা। আর চারটি করে ম্যাচ বাকি। শীর্ষ চারটি টিম সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে। পঞ্চম স্থানে থাকা দলকে প্লে-অফের বাধা টপকাতে হবে।

সবশেষ ম্যাচে বলিভিয়ার মাঠে ২-০ গোলে হেরে যায় মেসিবিহীন আর্জেন্টিনা। প্রচন্ড চাপ ও সমালোচনার মুখে পড়েন বাউজা। দাবি ওঠে অপসারণের। শেষ পর্যন্ত সেটিই হলো। বাউজার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো নিশ্চিত নয়। জর্জ সাম্পাওলির সম্ভাবনার কথাই বেশি শোনা যাচ্ছে। চিলির কোপা আমেরিকা জয়ী (২০১৫) আর্জেন্টাইন কোচ বর্তমানে সেভিয়ার ডাগআউট সামলাচ্ছেন।

প্রসঙ্গত, গত মাসে চিলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচটিতে রেফারির সঙ্গে বাজে আচরণের দায়ে লিওনেল মেসিকে বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। মিস করেন বলিভিয়া ম্যাচ। আরও তিন ম্যাচে দলের অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে। আপিলের সুযোগ থাকছে।

আর্জেন্টিনার শেষ চার ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ‍ইকুয়েডর। এর মধ্যে উরুগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে থাকছে অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।