ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘৭-১’ ভুলে রাশিয়া বিশ্বকাপে চোখ বেবেতোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
‘৭-১’ ভুলে রাশিয়া বিশ্বকাপে চোখ বেবেতোর ছবি: সংগৃহীত

১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বেবেতোর মতে, বর্তমান ব্রাজিল দল দুর্দান্ত গতিতে ছুটে চলেছে। আর দলকে এভাবে টেনে নিয়ে চলছেন বর্তমান কোচ তিতে। তার মতে, রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয়ে টপ ফেভারিট হয়েই মাঠে নামবে তিতে-নেইমারের ব্রাজিল।

গত বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে খেলেছিল ব্রাজিল। নেইমারের ইনজুরিতে সে ম্যাচে নামা হয়নি।

সেমিফাইনালের ম্যাচে জার্মানির বিপক্ষে হলুদ জার্সিধারীরা হেরেছিল ৭-১ গোলের ব্যবধানে। নিজেদের মাটিতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ব্রাজিল।

বেবেতো ২০১৪ সালে দেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের উড়ে যাওয়া এখনও ভুলে যেতে পারেননি। সাবেক এই ফরোয়ার্ড জানান, ‘আমি কখনোই এটা ভুলতে পারবো না। হয়তো আস্তে আস্তে এটা ভুলতে হবে। আমি মনে করি তিতের অধীনে এবার ব্রাজিলই উড়ে চলেছে। দুঃসময় থেকে ব্রাজিলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে তিতে। তার অধীনে ব্রাজিল যে ধরনের ফুটবল খেলছে, তাতে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জেতাও অসম্ভব নয়। ’

.বেবেতো আরও যোগ করেন, ‘তিতের অধীনে ব্রাজিলের ফুটবল নিজেদের হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে। আপনারা দেখছেন ব্রাজিলের ফুটবলাররা কিভাবে নিজেদের এগিয়ে নিচ্ছে, তারা কতটা উদগ্রীব জয়ের জন্য। তাদের দিকে তাকিয়ে দেখুন তারা কতটা লড়াকু মনোভাবের। তাদের বর্তমান অর্জনগুলোর এটাই শুরু, এর চেয়েও আরও বেশি ব্রাজিলের জন্য অপেক্ষা করছে। ’

তিতের অধীনে ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাইপর্বে টানা আট ম্যাচ জিতে সবার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। কোচ তিতের প্রতি বিশ্বাস রেখে বেবেতো আরও জানান, ‘আমাদের এখন একটু শান্ত থাকতে হবে। তিতের কাজ দেখতে হবে। আমার কোনো সন্দেহ নেই, তিতে ইতিমধ্যেই দুর্দান্ত একটা দল তৈরি করে ফেলেছে। তার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমরা খুব দ্রুতই ফল পেতে চাই। এখনও সময় আসেনি ব্রাজিলকে ফেভারিট হিসেবে মার্ক করার। অবশ্যই ব্রাজিল বিশ্বকাপে যাবে আর শিরোপার জন্যই লড়বে। এখনও অনেক দূর যেতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।