ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

ফুটবল

কোচ নিয়োগে সংশয় চলছেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
কোচ নিয়োগে সংশয় চলছেই কোচ নিয়োগে সংশয় চলছেই- ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্রমাগত ভরাডুবির পরেও বাফুফে জাতীয় দল নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনায় এগুতে পারছে না। নতুন মেয়াদে কাজী সালাহউদ্দিনের কমিটি দায়িত্ব নেওয়ার পরেও জাতীয় দল নিয়ে সেভাবে কাজ হচ্ছে না।

কয়েক দফা মিটিং করে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছিলেন, ‘সপ্তাহ খানেকের মধ্যেই বিদেশি কোচ নিয়োগ দেয়া হবে। ‘ সেই সপ্তাহ খানেক কয়েক মাস পেরিয়ে গেছে!  জাতীয় দল কমিটির সভা শেষে একই কথার পুনরাবৃত্তি, ‘দশ দিনের মধ্যে আমরা বিদেশি কোচ চূড়ান্ত করব।

সপ্তাহ খানেকের মধ্যেই নাম জানতে পারবেন। ’

তাদের ভাষ্য অনুযায়ী দুই জনের সাথে আলোচনা অনেকটা এগিয়েছে। এর পরেও আরও দুই এক জায়গায় খোঁজ নেয়া হবে। কোচ নিয়োগের ব্যাপারে এবার জাতীয় দল কমিটি বলছে, ‘বাংলাদেশের ফুটবল খেলার ধরনের সাথে (ছোট পাস) কোচিং করাতে অভ্যস্ত এবং এই পদ্ধতি অনুসরণ করেন এমন কোচকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। ‘ আপাতত হেড কোচই নিয়োগ করার পরিকল্পনা এই কমিটির।

পরবর্তীতে হেড কোচ তার পছন্দ অনুযায়ী স্টাফ নিয়োগ দেবেন। চুক্তির বিষয়ে বাফুফে সহ-সভাপতির মন্তব্য, ‘নয় মাসের চুক্তি নিয়ে আমরা কাজ করছি। ডিসেম্বরে বঙ্গবন্ধু গোল্ডকাপ পর্যন্ত। সাফ এখনো নিশ্চিত নয়। সাফের সময় সূচি ঠিক হলে চুক্তি বর্ধিত হবে। ‘

বর্তমান প্রজন্মের ফুটবলারদের ভরাডুবির জন্য যুব দলকে টার্গেট করছে বাফুফে। জুলাইয়ে ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ। একে গুরুত্বের সাথেই দেখছেন বাফুফের কর্তারা, ‘অনেক দিন জাতীয় দলের খেলা নেই। অনূর্ধ্ব-২৩ দল থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে আসবেন। জুলাইয়ে ফিলিস্তিন যাওয়ার আগে মধ্যপ্রাচ্যে তাদের দুই-তিনটি ম্যাচ খেলানো হবে। ’

বিদেশি কোচ এসে ফেডারেশন কাপ দেখবেন। ফেডারেশন কাপ দেখে লীগের মাঝামাঝি দল ডাকবেন। লিগ শুরু হলে ক্যাম্পে ডাকা ফুটবলারদের পারফরম্যান্স পর্যালোচনা করতে পারবেন। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ফিলিস্তিন, জর্ডান ও তাজিকিস্তান। ম্যাচগুলো হবে জুলাই ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত। ‘ই’ গ্রুপের স্বাগতিক ফিলিস্তিন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।