ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চীনে তৃতীয় ম্যাচে বাংলাদেশের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
চীনে তৃতীয় ম্যাচে বাংলাদেশের ড্র ছবি: সংগৃহীত

চীন সফরে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দল। এই সফরে নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার (২৪ এপ্রিল) চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। রোববার (২৩ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে কোচ গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা।

সাংসি প্রাদেশিক অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

নিজেদের তৃতীয় ম্যাচের পুরোটাই ভালো খেলেছে ট্রাইগ্রেসরা। দলের হয়ে মাহমুদা আখি দুর্দান্ত পারফর্ম করেন। প্রতিপক্ষ আক্রমণাত্মক না খেলে বেশিরভাগ সময়ই কাটিয়েছে ডিফেন্সিভ খেলে। বাংলাদেশের উঠতি তারকা সিরাত জাহান স্বপ্না দুইবার গোলের সুযোগ পেয়েও সফল হননি। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল আদায় করতে না পারার পর তার জোরালো আরেকটি শট গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়।

বাংলাদেশ চীনের দলটির বিপক্ষে গোলবার লক্ষ্য করে মোট দশটি শট নেয়। অপরদিকে, ১২টি শট নিয়েও কোনো গোলের দেখা পায়নি চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলটি। দুই দলই দুটি করে কর্নার লাভ করে।

চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে অনুষ্ঠিতব্য ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গত বৃহস্পতিবার চীনে পৌঁছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। সেখানে বাংলাদেশের পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে। ২৫ এপ্রিল সাংসি এর স্থানীয় দলের বিপক্ষে খেলার পর ২৬ এপ্রিল অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে। ২৭ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে অনূর্ধ্ব-১৬ দল।

মূলত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।