ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় পেয়েছে সাতক্ষীরা-সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
জয় পেয়েছে সাতক্ষীরা-সিলেট ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচে ভিন্ন চারটি দল মাঠে নেমেছিল। দিনের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে সাতক্ষীরা। অপর ম্যাচে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে সিলেট।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সাতক্ষীরা এবং বরিশাল অনূর্ধ্ব-১৮ দল। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল হজম করতে হয় বরিশালকে।

খেলার ৫৭ মিনিটের মাথায় সাতক্ষীরা আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায়। বরিশালের ফুটবলার রাশেদের আত্মঘাতী গোলের সুযোগে ১-০ তে লিড নেয় সাতক্ষীরা। ৬৫ মিনিটের মাথায় শাহজাদার গোলে ২-০তে এগিয়ে যায় দলটি। ৭৮ মিনিটের মাথায় সাতক্ষীরার হয়ে তৃতীয় গোলটি করেন বাবুল। ফলে, ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাতক্ষীরা।

দিনের অপর ম্যাচে একই ভেন্যুতে ৩-১ গোলের ব্যবধানে চট্টগ্রামকে হারিয়েছে সিলেট অনূর্ধ্ব-১৮ দল। চট্টগ্রামের হয়ে ম্যাচের ৪৫ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন ফখরুল। আর সিলেটের হয়ে একাই তিনটি গোল করে হ্যাটট্রিক করেন রাইহান। ম্যাচের ৪২, ৪৭ আর ৫৩ মিনিটের মাথায় তিনটি গোল করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।