ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফের বড় জয় পেয়েছে মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ফের বড় জয় পেয়েছে মেয়েরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল/ছবি: সংগৃহীত

তৃতীয় ম্যাচ ড্রয়ের পর চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি ম্যাচে বড় জয় তুলে নিয়েছে চীন সফরে যাওয়া টাইগ্রেসরা। এএফসি কাপের চূড়ান্ত পর্বের প্রস্তুতি হিসেবে চীন সফরে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নিজেদের চতুর্থ ম্যাচে চীনের সাংসি প্রদেশ অ-১৪ ফুটবল দলের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। ৩-০ গোলের ব্যবধানে বড় জয় তুলে নেয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

 

প্রথম ম্যাচে ১-০ গোলে হারতে হয়েছিল। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে সাংসি প্রাদেশিক অ-১৫ নারী ফুটবল দলের বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এরপর সোমবারের ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়।  

নিজেদের চতুর্থ ম্যাচের পুরোটাই ভালো খেলেছে ট্রাইগ্রেসরা। নিয়ন্ত্রণ রেখে প্রথম ৯ মিনিটেই গোল পায় রাজিয়া। তহুরার অসাধারণ পাসে গোল করেন তিনি। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে ছিল স্বপ্নাদের।

২৬ মিনিটে আসে দ্বিতীয় গোল। সেন্টারব্যাক আখির ওভারথ্রুতে দুর্দান্ত নিয়ন্ত্রণে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান আনুচিং। ম্যাচের ৭৪ মিনিটে বদলি গোলকিপার রুমকির কাছ থেকে রত্না বল পেলে সেটি চীনের রক্ষণভাগের উপর দিয়ে পাস দিলে দ্রুত গতিতে বল নিয়ন্ত্রণে নেন স্বপ্না। গতিকে কাজে লাগিয়ে শেষ পেরেকটি ঠুকে দেন স্বপ্না।  

চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে অনুষ্ঠিতব্য ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) চীনে পৌঁছায় বাংলাদেশ অ-১৬ নারী ফুটবল দল। সেখানে বাংলাদেশের পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।