ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিভারপুল-রিয়াল সমর্থকদের নিজ বাসায় রাখবে কিয়েভবাসী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ৭, ২০১৮
লিভারপুল-রিয়াল সমর্থকদের নিজ বাসায় রাখবে কিয়েভবাসী সংগৃহীত

ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুল।

কিন্তু মাঠের খেলা ছাপিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সমর্থকদের কপালে। কারণ, আবাসন সংকট।

ক্লাব ফুটবলে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শীর্ষ দুই দলের মধ্যকার মহারণ দেখতে বিপুলসংখ্যক সমর্থকদের আগমন হতে যাচ্ছে কিয়েভে। সেই সুযোগে ঝোপ বুঝে কোপ মারতে হোটেল ভাড়া বাড়িয়ে দিয়েছেন হোটেল মালিকরা।

ফুটবলপ্রেমীদের আবাসন সংকট নিরসনে তাই এগিয়ে এসেছে ফাইনাল ম্যাচের আয়োজক শহর কিয়েভের বাসিন্দারা। ফাইনাল ম্যাচ দেখতে আসা সমর্থকদের বিনা ভাড়ায় নিজেদের বাড়িতে রাখার প্রস্তাব দিয়েছে কিয়েভ শহরবাসী।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো বিশাল আয়োজন পেয়ে কিয়েভের অসাধু হোটেল ব্যবসায়ীরা কয়েকগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। ফাইনাল ম্যাচের এখনো প্রায় ৩ সপ্তাহ বাকি। অথচ এরই মধ্যে কিয়েভের একেকটি হোটেলের এক রাতের রুম ভাড়া বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০০ ইউরো। যা কিনা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

এর প্রভাবে যেন নিজেদের শহর নিয়ে বিশ্ববাসীর কাছে নেতিবাচক ধারণা না জন্মে এ কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছে যতবেশি সম্ভব সমর্থকদের বিনা ভাড়ায় রাতে থাকার ব্যবস্থা করে দেবে। সে লক্ষ্যে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘কিয়েভ ফ্রি কাউচ’ নামে একটি গ্রুপ খুলেছেন তারা।

সেখানে তারা নিশ্চিত করছেন ঠিক কতজন মানুষকে তারা ফ্রিতে থাকতে দিতে পারবেন। গ্রুপের উপরেই বিবরণে লেখা হয়েছে, ‘যেহেতু কিয়েভে ২৬ তারিখের সব হোটেল এরই মধ্যে বুক করা হয়ে গিয়েছে এবং আরো অনেক ফুটবল সমর্থক নিজেদের আবাসন খুঁজছেন। তাই আমরা স্থানীয় জনগণ সমর্থকদের বিনা ভাড়ায় আমাদের বাড়িতেই থাকতে দিতে চাই। যদি তারা রাজি হন। ’

কিভাবে সেখানে থাকা যাবে সেই নীতিমালাও লিখে দেওয়া হয়েছে সেখানে। বিস্তার্তি জানতে ক্লিক করুন- (Kyiv Free Couch)।

বাংলাদেশ সময়: ২১৫৪, মে ০৭, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।