ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চাঁদপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
চাঁদপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বিজয়ী বালক দলের মধ্যে পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুন) দুপুরে মৈশাদী ইউনিয়নের পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু বালক দলের মধ্যে ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয় শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয় মৈশাদী বালিকা সরকারি বিদ্যালয়।

অপরদিকে, বঙ্গমাতা বালিকা দলের মধ্যে ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয় উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টে ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ শাহিদা আক্তার ও বিদ্যালয় সভাপতি মো. শফিকুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।