ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেপালকে হারিয়ে সাফের প্রথম জয় পাকিস্তানের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
নেপালকে হারিয়ে সাফের প্রথম জয় পাকিস্তানের পাকিস্তানের জয়। ছবি: সংগৃহীত

ঢাকা: সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ সুজুকি কাপ-২০১৮ এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হয় 'এ' গ্রুপের দুই দল নেপাল-পাকিস্তান।

ম্যাচের শুরু থেকে নেপালকে বেশকিছু আক্রমণ শানাতে দেখা গেলেও ভাগ্য সহায় হয়নি তাদের। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন ডিফেন্ডার মোহাম্মদ রিয়াজ।

৩৪ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে নিজে হলুদ কার্ড দেখার পাশাপাশি পাকিস্তানকে পেনাল্টি উপহার দেন নেপালের অধিনায়ক বিরাজ মহারর্জন।

সুযোগ হাতছাড়া করেননি রিয়াজ। রিয়াজের ওই একমাত্র গোলেই নিজেদের প্রথম ম্যাচে জয়ের সুবাস পাচ্ছিল তিন বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা পাকিস্তান। কিন্তু ম্যাচের ৮২ মিনিটে কর্ণার কিক থেকে বল পেয়ে আচমকা গোলে নেপালকে সমতায় ফেরান বিমল ঘার্তি মাগার।

খেলার ফলাফল যখন ড্র হওয়ার পথে, রেফারিও প্রস্তুত শেষ বাঁশি বাজানোর জন্য। ঠিক সেসময় (৯৬ মিনিটে) মোহাম্মদ আলীর হেড থেকে করা গোলে জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। এই জয়ে গ্রুপ 'এ'র শীর্ষে ওঠে এল পাকিস্তান।

সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়ঃ ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮

এমএইচএম/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।