রোনালদো-দিবালা ছিলেন না, তবু মাসিমিলিয়ানো অ্যালেগ্রির মূল একাদশে জায়গা হয়নি কিন’র। অথচ ইতালির জার্সি গায়ে এইতো সেদিন ২ গোল করে জাত চিনিয়েছেন তিনি।
রোনালদোবিহীন জুভদের বেশ ভালোই পরীক্ষায় ফেলে দিয়েছিল দুর্বল এম্পোলি। দুই সপ্তাহ আগেই জেনোয়ার কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরে পয়েন্ট খুইয়েছিল ‘তুরিনের বুড়ি’রা। এই ম্যাচেও এমনই কিছু হতে পারতো। কিন্তু ৭২ মিনিটে মারিও মান্দজুকিচের বাড়িয়ে দেওয়া বল ১২ গজ দূরে থেকে দারুণ শটে জালে জড়িয়ে দেন কিন।
কিনকে বলা হচ্ছে ইতালির ভবিষ্যৎ তারকা। জুভেন্টাসেও তাকে রোনালদোর বিকল্প হিসেবে ভাবার সময় এসে গেছে হয়তো। দেশের জার্সিতে জোড়া গোল করার আগে উদিনেসের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে ২ গোল করেছিলেন কিন।
আগামী মঙ্গলবার (২ মার্চ) জুভেন্টাসকে আতিথ্য দেবে ক্যাগলিয়ারি। ইনজুরি আক্রান্ত রোনালদোর ওই ম্যাচে খেলা অনিশ্চিত। ফলে কিন’র জন্য নিজেকে প্রমাণ করার আরও এক সুযোগ অপেক্ষা করছে তাতে কোনো সন্দেহ নেই।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এমএইচএম