শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পক্ষে এর ডাইরেক্টর ইন চার্জ ইসমত জামিল আকন্দ এক বিবৃতিতে জামাল হোসেন মিয়ার এহেন পরিচয় দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ফরিদপুরসহ বিভিন্ন স্থানে পোস্টার ছাপিয়ে ও বিভিন্নভাবে মোহাম্মদ জামাল হোসেন মিয়া (পিতা- মো. আবু সহিদ মিয়া, গ্রাম- কদমতলী, পোস্ট-মাঝিকান্দা, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর) শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের অন্যতম পরিচালক হিসেবে নিজেকে প্রচার করে আসছে।
বিবৃতিতে ইসমত জামিল আকন্দ আরও বলেন, ‘যদি জামাল হোসেন মিয়া এই ধরনের পরিচয় দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ দিতে অথবা ডাইরেক্টর ইন চার্জের মোবাইল নম্বরে (০১৭১৩ ০০১৩০২) তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে ধরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ’
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এইচএ/