সেই পুরস্কার জয়ের আনন্দ ভাগাভাগি করতে জন্মভূমি সেনেগালে নিজের জন্য আয়োজিত এক পার্টিতে যোগদানের কথা ছিল মানের। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) মিশরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নিজ দেশে উড়াল দেওয়ার জন্য প্রস্তুতও হয়েছিলেন ‘অল রেডস’ ফরোয়ার্ড।
সেনেগালে পৌঁছাতে হলে তিউনিশিয়ার উপর দিয়ে যেতে হতো মানেকে। কিন্তু ২৭ বছর বয়সী তারকা যে প্লেনে বসে যাচ্ছিলেন তা দুর্ভাগ্যবশত তিউনিশিয়ার উপর দিয়ে ওড়ার অনুমতি পায়নি।
ফলে, সময়ের আগেই অ্যানফিল্ডে ফিরে আসতে হয় মানেকে। এরপর নিজ দেশের অনুষ্ঠান মিস করে আগামী সপ্তাহে প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে ম্যাচের জন্য অনুশীলনে নেমে পড়তে হয় তাকে।
বাংলাদেশ সময: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ইউবি