ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘আগে হোক বা পরে, জাভিই হবেন বার্সার কোচ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
‘আগে হোক বা পরে, জাভিই হবেন বার্সার কোচ’ জাভি হার্নাান্দেজ

অনেকদিন ধরে জাভি হার্নান্দেজকে প্রধান কোচ করে ক্যাম্প ন্যুয়ে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ মিডফিল্ডারও আশায় রেখেছেন কাতালানদের। বিশ্বকাপজয়ী তারকা ক্যাম্প ‍ন্যুয়ে যদি ফিরেনও, কবে ফিরবেন তা অনিশ্চিত। তবে ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ নিশ্চিত করেছেন, আগে হোক বা পরে, বার্সার কোচ হবেন জাভি।

চলতি মৌসুমে জাভির আশায় বুক বেধেছিল গত আসরের লা লিগা চ্যাম্পিয়নরা। ৪০ বছর বয়সী সাবেক মিডফিল্ডার সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

তারমধ্যে আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে কিকে সেতিয়েনকে প্রধান কোচ করে বার্সা।  

অবশ্য এতসবের মাঝেও নিজেদের সাবেক মিডফিল্ডারের সঙ্গে আলোচনা একেবারে বন্ধ করে রাখেনি তারা। কিন্তু জাভি কয়েকদিন আগে চুক্তি নবায়ন করেন কাতারের ক্লাব আল-সাদের সঙ্গে। অবশ্য তা সত্ত্বেও জাভির আশা যে কাতালানরা ছাড়েনি, সেই কথায় জানালেন বার্তোমেউ।  

টিভিথ্রি নামের এক গণমাধ্যমকে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘আগে হোক বা পরে, বার্সার কোচ হবেন জাভি। তবে এখন আমরা কোচ খুঁজছি না, আমাদের এখন কিকে (সেতিয়েন) আছেন। ’ 

২০১৫ সালে আল-সাদে যাওয়ার আগে পেশাদারি ক্যারিয়ারের পুরোটা সময় ক্যাম্প ন্যুয়ে কাটিয়েছেন জাভি। লা মেসিয়া-সহ বার্সায় ২৪ বছর কাটিয়েছেন তিনি। বার্সার জার্সি গায়ে খেলেছেন রেকর্ড ৭৬৭ ম্যাচ।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।