আগামী ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসর। এ উপলক্ষ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে লোগো উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রিমিয়ার লিগের এবারের আসরে মাঠে লড়াই করবে ১২টি ক্লাব। তন্মধ্যে ৫টি ক্লাবেরই নেতৃত্ব দিচ্ছেন বিদেশি ফুটবলাররা। এদের মধ্যে আবার দুইজন ব্রাজিলীয়। বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বাংলাদেশ পুলিশের মতো দলগুলোর নেতৃত্বে থাকছেন বিদেশি ফুটবলাররা।
বড় দলগুলোর অধিনায়করা বরাবরের মতোই শিরোপা জেতার লক্ষ্য নিয়েই এবার মাঠে নামছেন। অপেক্ষাকৃত ছোট দলগুলোর অধিনায়করা করতে চান আরও উন্নতি। টানা দুইবার শিরোপা জেতা দল বসুন্ধরা কিংসের সামনে হ্যাটট্রিক মুকুট জয়ের হাতছানি। দলটির অধিনায়ক রবসন দি সিলভা রবিনিয়ো জানিয়েছেন এবারও শিরোপা জিততে চান।
তিনি বলেন, ‘এখানে (বাংলাদেশে) খেলতে পেরে আমি খুবই খুশি। কিংসে খেলতে পেরে খুশি। ব্রাজিলে থাকা পরিবার ও বন্ধুরাও খুশি। আমরা একটা কাপ (স্বাধীনতা কাপ) মিস করেছি, এটা কোনো ব্যাপার নয়। এটাই ফুটবল। কখনও জিতব, কখনও হারব। কিন্তু আমরা চেষ্টা করব লিগ জয়ের। ’
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
আরইউ