ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিলেটের ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
সিলেটের ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান

সিলেট: আবাহনী-মোহামেডানের খেলা মানে গ্যালারি ভর্তি দর্শক। যদিও সিলেটের মাঠে কখনো এ দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব মুখোমুখি হয়নি।

তবে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ২০২১-২২ সিলেটে হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মধ্যাকার খেলা। আগামী ২৭ ফেব্রুয়ারি আবাহনী লিমিডেট বনাম মোহামেডান স্পোটিং ক্লাবের মধ্যাকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে। ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো সিলেটে চির প্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

তিনি বলেন, অনুষ্ঠিতব্য প্রিমিয়ার লিগের ফুটবল ম্যাচগুলোর মধ্যে সিলেটের মাঠে ৮টি খেলা অনুষ্ঠিত হবে। এরমধ্যে আকর্ষণ হলো সিলেটের ইতিহাসে প্রথমবার ম্যাচ খেলবে আবাহনী-মোহামেডান। তবে হতাশার কারণ হলো-করোনার কারণে আমরা দর্শকদের মাঠে আমন্ত্রণ জানাতে পারছি না।

অবশ্য আগামী ২১ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে, মাঠে গ্যালারিতে বসে দর্শকরা সরাসরি খেলা দেখতে পারবেন কি না? এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে আমরা আশাবাদী একটা পজিটিভ রেজাল্ট আসবে। তাহলেই ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি ক্রীড়ামোদিদের পদচারণায় মুখর হয়ে উঠবে। দুই প্রিয় ক্লাবের ক্রীড়া নৈপুন্য সরাসরি দেখতে পারবেন, এমনটি আশাবাদ ব্যক্ত করেন মাহি উদ্দিন সেলিম।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, ইমজা’র সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন কার্য নির্বাহী সদস্য মো. সিরাজ উদ্দিন ও  মাসুক মিয়া প্রমুখ।

সরেজমিন দেখা গেছে, টিভিএস বঙ্গবন্ধু প্রিমিয়ার ফুটবল লিগের এবারের সিলেটের আসরকে কেন্দ্র করে সিলেট জেলা স্টেডিয়ামে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। দর্শক নিষিদ্ধ থাকলেও গ্যালারির চেয়ারগুলো ধুয়েমুছে পরিস্কার করা হয়েছে। মাঠ প্রস্তুতেও শেষ বারের মতো কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।  

বাফুফে সূত্র জানায়, সিলেটের মাঠে অনুষ্ঠিতব্য খেলাগুলোর প্রতিটি ম্যাট বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ২০ ফেব্রুয়ারি  রহমতগঞ্জ এমএফএস বনাম শেখ জামাল ডিসি লিমিটেড, ২৭ ফেব্রুয়ারি আবাহনী লি. ঢাকা বনাম মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড, ২ মার্চ রহমতগঞ্জ বনাম উত্তর বারিধারা ক্লাব, ৬ মার্চ আবাহনী লিমিটেড বনাম সাইফ স্পোটিং ক্লাব, ১২ মার্চ রহমতগঞ্জ বনাম বাংলাদেশ পুলিশ এফসি, ১৮ মার্চ রহমতগঞ্জ বনাম স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং ৭ এপ্রিল আবাহনী লিমিটেড ও উত্তর বারিধারা ক্লাবের মধ্যাকার খেলা দিয়ে সিলেট পর্বের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।