ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বিশ্বকাপের জন্য এমন প্রস্তুতি নেবো, যেমনটা কখনো নেইনি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুন ২১, ২০২২
‘বিশ্বকাপের জন্য এমন প্রস্তুতি নেবো, যেমনটা কখনো নেইনি’

আর্জেন্টিনা জাতীয় দলের ভরসা তিনি। দীর্ঘদিন ধরে গোলরক্ষক পজিশন নিয়ে ভুগেছিল আলবিসেলেস্তেরা।

এখানেই আশার প্রদীপ হয়ে এসেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। এতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক।

চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপ জিততে মরিয়া আর্জেন্ট্নিা। আলবিসেলেস্তেদের আশার কেন্দ্রবিন্দুতে এবারও থাকবেন মার্তিনেজ। তিনিও জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের জন্য এমন প্রস্তুতি নেবেন যেটা জীবনে আর কখনোই নেননি।

তিনি বলেছেন, ‘বন্ধুদের সঙ্গে বসে যখন মাটে খাচ্ছিলাম, ওই সময় মনে পড়ল, বিশ্বকাপের তো আর খুব বেশি সময় বাকি নেই। কিন্তু আসলে এখনো অনেক কিছু বাকি। একটা পুরো প্রাক মৌসুম পড়ে আছে, প্রিমিয়ার লিগের অনেকগুলো ম্যাচও খেলতে হবে; তবে আমি বলতে পারি, বিশ্বকাপের জন্য তেমন প্রস্তুতি নেব, যেমনটা কখনো নেইনি। ’

বাকি দলগুলোর সঙ্গে লিওনেল মেসিই আর্জেন্টিনার পার্থক্য গড়ে দেন বলে বিশ্বাস মার্তিনেজের, ‘আর্জেন্টিনা ফুটবলটা বেশ ভালো খেলে, আমরা সবাই প্রায় কাছাকাছি মানের। তবে আমাদের দলে একজন লিওনেল মেসি আছে, যে পার্থক্য গড়ে দেয়। যার ফলে আমাদের কোনো দুর্বলতা নেই। ’

আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনিকে নিয়ে মার্তিনেজ বলেছেন, ‘স্ক্যালোনিকে দেখে আমি খুব একটা অবাক হইনি। সবাই বলতে পারে আপনার অভিজ্ঞতার দরকার, কিন্তু আপনি যদি ভালো হয়ে থাকেন, আপনি ভালোই, এতে অভিজ্ঞতার কিছু করার নেই। তিনি যা করেছেন, বিশ্বের খুব কম কোচই আছেন যারা এমন কিছু করতে পারেন। ’

বাংলাদেশ সময় : ১৫০৬, জুন ২১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।