ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুর্দান্ত মেসি-নেইমার, প্রথম ম্যাচেই গোল উৎসব পিএসজির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
দুর্দান্ত মেসি-নেইমার, প্রথম ম্যাচেই গোল উৎসব পিএসজির

একাই জোড়া গোল করলেন লিওনেল মেসি; এছাড়া সতীর্থ নেইমার জুনিয়রকে দিয়ে করালেনও এক গোল। অন্যদিকে নেইমার নিজে আবার অবদান রাখলেন সতীর্থদের তিন গোলে।

তাদের এমন উজ্জ্বল পারফরম্যান্সে ভর করে ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুম বিশাল জয় দিয়ে শুরু করলো পিএসজি।

শনিবার রাতে ক্লেহমোঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। মেসি ও নেইমার ছাড়াও গোলের স্বাদ পেয়েছেন আশরাফ হাকিমি ও মার্কুইনোস।  

মাত্র নবম মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। পাবলো সারাবিয়ার ক্রসে বল মেসির পায়ে পৌঁছায়। এরপর দারুণ ফ্লিকে বল নেইমারের দিকে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড; দারুণ এক কোণাকুণি শটে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

স্বাগতিক ক্লেহমোঁর জালে দ্বিতীয় গোলটি আসে হাকিমির নৈপুণ্যে। ২০তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে প্রতিপক্ষের পেনাল্টি অঞ্চলের সামনে বাড়িয়ে দেন নেইমার; সেখানে থাকা মরক্কান মিডফিল্ডার দারুণ শটে বাকি কাজ সারেন।  

প্রথমার্ধের ৩৯তম মিনিটে ব্যবধান তিন গুণ করেন মার্কুইনোস। এবার নেইমারের ফ্রি-কিক থেকে পোস্টের সাত গজের মধ্যে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন পিএসজি অধিনায়ক।

দ্বিতীয়ার্ধেও চলে পিএসজির আগ্রাসন। তবে অনেকটা সময় প্যারিসিয়ানদের ঠেকিয়ে রাখে ক্লেহমোঁ। কিন্তু ৮০তম মিনিটে ফের তাদের রক্ষণের দেয়াল ভেদ করেন মেসি-নেইমার। এবার মাঝমাঠ থেকে বল নিয়ে নেইমারের দিকে বাড়িয়ে দিয়ে নিজে দৌড়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বক্সে বল পেয়ে বুক দিয়ে ঠেকিয়ে নামিয়ে নেন মেসি; মাটিতে পড়ার আগেই পেছন দিকে বাইসাইকেল কিকের কায়দায় বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি।  বাকি সময় ক্লেহমোঁ কোনো জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।  

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।