ভারতে অনুষ্ঠিতত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত কোচের দায়িত্ব পালন করেছেন পল স্মলি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে টেকনিক্যাল ডিরেক্টরের পদে আছেন পল।
কোচ হিসেবে শুরুতেই পল স্মলির সাফল্য সকলের নজর কেড়েছে। এই কারণে পল স্মলিকে আরও দুই বছরের জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকার প্রস্তাব দিয়েছে বাফুফে।
এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিয়মিত অনেক ফুটবলারই ছিলেন না। ক্লাবের দায়িত্ব পালনের জন্য জাতীয় দলে খেলতে পারেননি তারা। ফলে এবারের দলে ছিলেন বাফুফে এলিট একাডেমির ফুটবলাররা। এলিট একাডেমির বয়স ভিত্তিক দল নিয়ে বেশ কিছুদিন থেকেই কাজ করছেন পল স্মলি। তার অধীন দলের উন্নতি হচ্ছে বলে মনে করে বাফুফে। ফলে আজ (০৮ আগস্ট) বাফুফে ডেভলপমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এআর