মেহেরপুর: মেহেরপুরের গোভীপুর ভৈরব ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) ড. মুনসুর আলম খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. রাফিউল আলম।
ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে ৬-৫ গোলে শক্তিশালী নাবিলা এন্টারপ্রাইজকে পরাজিত করে বিজয়ী হয় ফতেপুর একাদশ।
টাইব্রেকারে উভয় দলই সাতটি করে কিক নিয়ে ফতেপুর ছয়টি এবং নাবিলা এন্টারপ্রাইজ পাঁচটি গোল করে। ফতেপুরের পক্ষে বিপা, কবীর, সুমন, বাল্লু, সবুজ এবং মাসুদ গোল করেন। ফতেপুরের আরিফের কিকবারে লেগে বাইরে চলে আসে। অন্যদিকে নাবিলার পক্ষে হাসিব, রাজা, ওমর জাহিদ এবং রিয়াদ গোল করলেও দলের শামীম এবং রনির কিক বারে লেগে বল বাইরে চলে যায়।
খেলায় বিজয়ী দলের গোলরক্ষক জিয়া সেরা গোলরক্ষক, বিপা সেরা খেলোয়াড় এবং রিজন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার দেওয়া হয়।
খেলা পরিচালনা করেন সুমন, তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু এবং জাহাঙ্গীর হোসেন।
গোভীপুর মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্য এলাকার হাজার হাজার দর্শক উপস্থিত হন।
খেলা শেষে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি মহিষ ও রানার্সআপ দলকে একটি গরু দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এসআরএস