ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বিশ্বকাপে খেলবেন দি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
বিশ্বকাপে খেলবেন দি মারিয়া

সম্প্রতি চোট পাওয়ায় অ্যাঞ্জেল দি মারিয়ার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে এবার সব শঙ্কা দূর হয়েছে।

আসন্ন কাতার বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে পারবেন আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড়। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক বিবৃতি দিয়েছে জুভেন্টাস সেখানেই নিশ্চিত হওয়া গেছে মারিয়ার চোট সম্পর্কে।

ইতালিয়ান জায়ান্টরা জানিয়েছে, লো-গ্রেড হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দি মারিয়া। নভেম্বরের শুরুর দিক পর্যন্ত মাঠের বাইরে থাকবেন ৩৪ বছর বয়সী প্লেমেকার।

জুভেন্টাস বিবৃতি জানায়, ‘অ্যাঞ্জেল দি মারিয়ার আজ সকালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সেখানে তার ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেডের ইনজুরি দেখা গেছে। তার পুরোপুরি সেরে উঠতে ২০ দিনের মতো লাগবে। ’

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে ডি মারিয়াকে নিয়েই আর্জেন্টিনা দল সাজাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।