ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাগুরায় শেখ রাসেল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে ক্লাব গড়াই জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
মাগুরায় শেখ রাসেল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে ক্লাব গড়াই জয়ী

মাগুরা: মাগুরায় শেখ রাসেল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দ্বিতীয় দিনের খেলায় টাইব্রেকারে ক্লাব গড়াই ৪-৩ গোলে শ্রীকোল ফুটবল একাডেমিকে পরাজিত হয়।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হয় এ ফুটবল লিগ।

মাসব্যাপী এ লিগে জেলার ৪ উপজেলার ১৬টি ফুটবল দল ২টি গ্রুপে অংশ নিচ্ছে। দ্বিতীয় দিনের খেলায় ক্লাব গড়াই ও শ্রীকোল ফুটবল একাডেমি মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে ক্লাব গড়াইয়ের সোহাগ ১০ মিনিটে একটি গোল করে। এদিকে শ্রীকোল ফুটবল একাডেমির ১৭ নম্বর খেলোয়ার একটি গোল করে দলকে সমতায় নিয়ে আসে। খেলায় দুই দল হাড্ডাহাডি লড়াই করে নির্ধারিত সময়ে গোলের দেখা পায় না। পরে খেলাটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ক্লাব গড়াই ৫টি শটের মধ্যে ৪টি গোল করে। পর দিকে শ্রীকোল ফুটবল একাডেমি ৫টি শটের মধ্যে ৩টি গোল করে পরাজিত হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।