ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ডি ব্রুইনার গোলে আর্সেনালকে হটিয়ে শীর্ষে সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
ডি ব্রুইনার গোলে আর্সেনালকে হটিয়ে শীর্ষে সিটি

আজ জিতলেই টেবিলের শীর্ষে, এমন সমীকরণ নিয়ে লেস্টার সিটির বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। যদিও স্বাগতিকরা লড়াই করেছে, তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে সিটিজেনরা।

আর্সেনালকে হটিয়ে দখল করে নিয়েছে শীর্ষস্থানও।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। দলটির হয়ে একমাত্র গোলটি করেন কেভিন ডি ব্রুইনা।

চোটের কারণে আজ মাঠে নামতে পারেননি ছন্দে থাকা ফরোয়ার্ড আর্লিং ব্রট হলান্ড। তাকে ছাড়াই খেলতে নেমে বেশ বেগ পোহাতে হয়েছে ম্যানসিটিকে। প্রথমার্ধে দারুণ কিছু সুযোগও তৈরি করে তারা। তবে লেস্টার সিটির রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ হয়।

বিরতির পর খেলতে নেমে অবশেষে গোল পায় সিটিজেনরা। ৪৯তম মিনিটে বক্সের বাইরে জ্যাক গ্রিলিশ ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় দলটি। সুযোগ পেয়ে দুর্দান্ত এক শটে লেস্টারের রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করে ডি ব্রুইনা। এরপর সমতায় ফিরতে চেষ্টা করে লেস্টার। তবে তা আর হয়ে ওঠা হয়নি। জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

১২ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ২৮। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে অবস্থান লেস্টারের।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।