ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফজয়ী ফুটবলার রূপনার বাড়ির কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
সাফজয়ী ফুটবলার রূপনার বাড়ির কাজ শুরু

রাঙামাটি: অবশেষে সাফজয়ী ফুটবলার রূপনা চাকমার বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে বাড়ি তৈরির কাজের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান।

নানিয়ারচর উপজেলা স্থানীয় সরকার (এলজিইডি) প্রকৌশলী আবদুল মাজিদ বলেন, সাফজয়ী ফুটবলার রূপনা চাকমার বাড়ি তৈরির কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। বাড়িটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা।

নানিয়ারচরের ইউএনও মো. ফজলুর রহমান বলেন, অনুমোদিত নকশা এবং নির্ধারিত বাজেট অনুযায়ী বৃহস্পতিবার থেকে বাড়িটি তৈরির কাজ শুরু করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের দক্ষিণ এশিয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিজয়ে অসামান্য অবদান রাখে জাতীয় দলের গোলরক্ষক রূপনা চাকমা। যে কারণে তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।