ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রধানমন্ত্রী আমাদের নাতিনের মতো ভালোবাসেন: মারিয়া মান্ডা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
প্রধানমন্ত্রী আমাদের নাতিনের মতো ভালোবাসেন: মারিয়া মান্ডা ফাইল ফটো।

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকে একের পর এক সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবল দল। তারই ধারাবাহিকতায় আজ (৮ নভেম্বর) তাদের সংবর্ধনা প্রদান করছে ঢাকা ব্যাংক।

দীর্ঘ সময় ধরেই বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতা করছে ঢাকা ব্যাংক। আগামীকাল (৯ নভেম্বর) সাফ জয়ী দলকে সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে আজ নারী ফুটবলারদের সংবর্ধনা দিচ্ছে ঢাকা ব্যাংক। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ গোলম রব্বানী ছোটন, বাফুফে নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য মারিয়া মান্ডা। অনুষ্ঠানের আগে নিজের অনুভূতি প্রকাশ করতে যেয়ে মারিয়া বলেন, ‘ঢাকা ব্যাংক আজকে মেয়েদের সংবর্ধনা দিচ্ছে এটার জন্য আমরা কৃতজ্ঞ। ভালো কিছু করার পর তার স্বীকৃতি পেলে আরও ভালো কাজ করার আগ্রহ জন্মায়। ’

আগামীকাল প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান। এটা তাদের কাছে বিশেষ কিছুই বলে জানিয়েছেন মারিয়া। নেপালে সাফ শিরোপা জয়ের পর তারা এই শিরোপা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চেয়েছিলেন। আগামীকাল সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। এই নিয়ে মারিয়া বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের দেখা হবে। এজন্য আমরা সকলেই আনন্দিত। তিনি সবসময়ই আমাদের উৎসাহ দেন। সবসময় আমাদের পাশে থাকেন। ’

প্রধানমন্ত্রীর কাছে কোনও চাওয়া আছে কিনা? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে তার নাতিনের মতন আদর করেন। তার কাছে আমাদের কিছু চাওয়ার নেই। কারণ আমরা চাওয়ার আগেই তিনি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি দিয়ে থাকেন। তিনি এভাবেই সবসময় আমাদের পাশে থাকুন এটাই আমাদের চাওয়া। ’

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।