ডেনমার্ককে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় পা রেখেছে ফ্রান্স। বর্তমান চ্যাম্পিয়নদের দাপুটে এই জয়ে একাই জোড়া করেছেন কিলিয়ান এমবাপ্পে।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শনিবার ২০২২ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচের ৬১তম মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফরাসিরা। এরপর আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন গোল করে ডেনমার্ককে সমতায় ফেরান। তবে রাতটা যে এমবাপ্পের; ৮৬তম মিনিটে ফের তার গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে এ নিয়ে ৭ গোল হলো এমবাপ্পের। সমান গোলসংখ্যা তার পিএসজি সতীর্থ ও আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিরও। কিন্তু মেসির চেয়ে ১১ ম্যাচ কম খেলেছেন এমবাপ্পে। ৭ গোল পেতে মেসি যেখানে খেলেছেন ২০ ম্যাচ, এমবাপ্পের সেখানে লেগেছে মাত্র ৯ ম্যাচ। তবে আজ রাতে মেক্সিকোর বিপক্ষে গোল করলে ফের এগিয়ে যাবেন মেসি।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এমএইচএম
Leo Messi: 7 goals in 20 games
— B/R Football (@brfootball) November 26, 2022
Kylian Mbappé: 7 goals in 9 games
Mbappé equals Messi’s World Cup tally in 11 fewer games ? pic.twitter.com/IsBmAcTuon