ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

অধ্যাপক ডা. মহিউদ্দিকে জেবিএফএইচ পরিবারের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
অধ্যাপক ডা. মহিউদ্দিকে জেবিএফএইচ পরিবারের অভিনন্দন

ঢাকা: জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল (জেবিএফএইচ) এবং ঢাকা মেডিকেল কলেজ এর নাক,কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ এফ মহিউদ্দিন খান ইএনটি সংগঠনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় জেবিএফএইচ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও  অভিনন্দন জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর নাক, কান ও হেড-নেক সার্জারি বিষয়ের চিকিৎসকদের জাতীয় সংগঠন ”সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট অ্যান্ড হেড-নেক সার্জন্স অব বাংলাদেশ” কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।


উল্লেখ্য, বাংলাদেশে এ ধরনের সংগঠন এটাই প্রথম। সংবাদ বিজ্ঞপ্তি।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।