ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মৌলভীবাজারে যক্ষা নিয়ন্ত্রণে অ্যাডভোকেসি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩

মৌলভীবাজার: যক্ষা রোগ নিরোধের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) মৌলভীবাজার শাখার উদ্যোগে ইমামদের  নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

নাটাবের জেলা সভাপতি রেজা আহমদ বেনজীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জনের পক্ষে ডা. নজরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন-ম্যাটস মৌলভীবাজারের অধ্যক্ষ ডা. সৈয়দ আক্তার হোসেন, পাতা কুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক আনহার আহমেদ সমশাদ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এম এ হক প্রমুখ।

নাটাব ১৯৮৭ সাল থেকে মৌলভীবাজারে কাজ করছে উল্লেখ করে যক্ষা বিষয়ে সচেতনতা ও নাটাব-এর কার্যক্রম তুলে ধরেন নাটাব জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট মো. আবু তাহের।

যক্ষা প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে অ্যাডভোকেসি সভায় মৌলভীবাজার জেলার ৩০ জন ইমাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।