ঢাকা: ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় কৃমিনিয়ন্ত্রণ সপ্তাহ। চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত (সোমবার)।
এদিন ৫ থেকে ১২ বছরের সব ছাত্রছাত্রী ও স্কুল বহির্ভূত বালক-বালিকাদের ১টি করে কৃমিনাশক টেবলেট খাওয়ানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, কৃমিনাশক টেবলেট ভরা পেটে খেতে হবে এবং এটি সম্পূর্ণ নিরাপদ।
মঙ্গলবার সকাল ১০টায় মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ইতোমধ্যে দেশের সব জেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের সফল বাস্তবায়নের লক্ষ্যে জেলার সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৩
এমএন/এমআইপি/বিএসকে